Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংসার ভাঙার কোনো প্রশ্নই আসে না -মিথিলা

বিনোদন রিপোর্ট: ‘ | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২২, ১২:০১ এএম

সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলার সংসার ভাঙার গুজবের কড়া জবাব দিলেন মিথিলা। থাইল্যান্ড থেকে কলকাতা ফিরেই ভারতীয় একটি গণমাধ্যমের প্রশ্নের জবাবে বেশ কড়া সমালোচনা করেছেন তিনি। একটি ওটিটি প্ল্যাটফর্মে মিথিলা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের সাধারণ একটি পোস্ট কীভাবে ডিভোর্সের জল্পনা শুরু করতে পারে, এ বিষয়ে আমার কোনো ধারণাই নেই। বিয়ে ভাঙার এই গুজব পুরোপুরি ভিত্তিহীন। শুরুতে সৃজিতের পোস্ট আমি খেয়াল করিনি। যখন লোকজন এটা নিয়ে কথা বলতে শুরু করল, আমার বেশ কয়েকজন বন্ধু আমাকে ব্যাপারটা জানান। এ কথা শুনে আমি অবাক হয়েছি। কারণ, কত সহজে লোকজন আমাদের ডিভোর্স নিয়ে কথা বলছে! আমরা তো তেমন কিছুই লিখিনি। মিথিলা বলেন, আমার কাছে এই বিষয়টি খুব অনৈতিক। আমাদের একটি মেয়ে আছে, সে বড় হচ্ছে। ঠিক একইভাবে ডিভোসের্র জল্পনা শুরু হয়েছিল যখন কোভিডের জন্য আমি ঢাকায় আটকা পড়েছিলাম। আমি জানি, তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চলে, তবে এখন বিষয়টি বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে। দিন শেষে একজন নারীর মানহানি হচ্ছে, এটা ঠিক নয়। তিনি বলেন, সংসার ভাঙার কোনো প্রশ্নই আসে না। এটা পুরোপুরি গুজব এবং ভিত্তিহীন। এসব আজেবাজে জল্পনা-কল্পনা, মানুষের কথা পাত্তা দেওয়ার সময় আমার নাই। আমি আমার কাজ, সন্তান ও সংসার নিয়ে অনেক ব্যস্ত। আমরা একসঙ্গেই আছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ