Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইতিহাসে প্রথম নেটফ্লিক্সে লাইভ পারফরম্যান্স ক্রিস রকের

| প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২২, ১২:০১ এএম

চলতি বছর অস্কার মঞ্চে চড় কাণ্ডের কথা হয়তো কেউ ভোলেন নি। ২০২২ সালের অস্কার মঞ্চে হওয়া স্লেপগেট কাণ্ড ইতিমধ্যেই গোটা পৃথিবী বিখ্যাত হয়ে গিয়েছে। যদিও এই ঘটনাটির বয়স বহুদিন কেটে গিয়েছে। অস্কারের মঞ্চে উঠে সবার সামনে জনপ্রিয় অভিনেতা উইল স্মিথের তেড়ে গিয়ে বিখ্যাত কমেডিয়ান ক্রিস রকের গালে কষিয়ে চড় মারার মতো আকর্ষিক ঘটনাটির কথা হয়তো কয়েক প্রজন্মের মনে থাকবে আজীবন। সেদিন উইল স্মিথের স্ত্রীয়ের অসুখ নিয়ে খোলা মঞ্চে মজা করতে শুরু করেছিলেন ক্রিস রক। যা শুনে চরম খেপে যান উইল স্মিথ। শেষমেষ নিয়ন্ত্রণ হারিয়ে মঞ্চে উঠেই ক্রিস রককে চড় মেরে দেন উইল স্মিথ। প্রথমে ব্যপারটা সবাই স্ক্রিপ্টেড মনে করলেও পরে ঘটনাটি সত্যি হিসেবেই গণ্য হয়, কারণ তখনই অস্কারের সম্প্রচার বন্ধ হয়ে যায়। এই ঘটনার পর উইল স্মিথ ক্রিস রকের কাছে একাধিকবার ক্ষমা চাইলেও তাঁদের সম্পর্ক ঠিক হয় নি। এমনকী আগামী বছর অস্কারের সঞ্চালনার প্রস্তাবও প্রত্যাখ্যান করে দেন। খুব শীঘ্রই জনপ্রিয় কমেডিয়ান ক্রিস রক একটি দারুণ প্রস্তাব পেয়েছেন।

তিনিই হবেন প্রথম শিল্পী, যিনি একটি গ্লোবাল স্ট্রিমিং ইভেন্টের জন্য নেটফ্লিক্স-এ লাইভ পারফর্ম করতে চলেছেন। যা এর আগে কেউ পান নি কোনোদিন। শুক্রবার জারি করা একটি প্রেস রিলিজ থেকে জানা গিয়েছে, নেটফ্লিক্স এই কমেডি ইভেন্টটির লাইভ প্রোগ্রাম শুরু করবে ২০২৩ সালের প্রথম দিকে। নেটফ্লিক্স কমেডি ফরম্যাটের ভাইস-প্রেসিডেন্ট, স্ট্যান্ড-আপ এই প্রসঙ্গে বলেছেন, “ক্রিস রক আমাদের প্রজন্মের সবচেয়ে আইকনিক এবং গুরুত্বপূর্ণ কৌতুক কণ্ঠস্বর। সমগ্র বিশ্বের কাছে ক্রিস রকের লাইভ কমেডি ইভেন্ট দৃশ্যায়িত করতে পেরে আমরা রোমাঞ্চিত। সঙ্গে নেটফ্লিক্স ইতিহাসেও এই প্রথম। এটি একটি অবিস্মরণীয় মুহূর্ত হতে চলেছে।” ক্রিস রকের আগে ২০১৮ সালে কমেডি স্পেশাল ট্যাম্বোরিন-এ নেটফ্লিক্স-এর সঙ্গে সহযোগিতা করেছিলেন। তিনি ২০২২-এর শুরুতে স্ট্রিমারের ‘নেটফ্লিক্স ইজ এ জোক’ কমেডি উৎসবেও উপস্থিত হয়েছিলেন। কৌতুক অভিনেতা বর্তমানে তাঁর ইগো ডেথ ওয়ার্ল্ড ট্যুরে রয়েছেন। ইতিমধ্যেই তিনি ক্যালিফোর্নিয়া, টেক্সাস এবং ওয়াশিংটনে অনুষ্ঠানে সেরে ফেলেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ