প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জি-বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকটির এই মুহূর্তে জনপ্রিয়তা আকাশছোঁয়া। তাই তো সকলকে হারিয়ে এই সপ্তাহে বাংলার টপার অঙ্কিতা মল্লিকের অভিনীত ধারাবাহিক। হ্যাঁ, একের পর এক মিঠাই, গাঁটছড়া, ধুলোকণা’র মতো ধারাবাহিককে হারিয়ে টিআরপির তালিকায় বাজিমাত ‘জগদ্ধাত্রী’র। অন্যদিকে, জমে উঠছে ‘অনুরাগের ছোঁয়া’। জগদ্ধাত্রীর থেকে মাত্র ০.১ কম পেয়ে দ্বিতীয় স্থানে সূর্য-দীপা। তবে খারাপ হাল ‘গাঁটছড়া’ ধারাবাহিকের ৬.৬ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে নেমে এসেছে এই ধারাবাহিক। মিঠাই ধারাবাহিকের ধীরে ধীরে আবার নিজের ছন্দ ফিরেছে। ৬.৪ রেটিং নিয়ে সপ্তম স্থানে ‘মিঠাই’। অন্যদিকে ‘হর গৌরি পাইস হোটেল’ এই প্রথম এক থেকে দশের মধ্যে জায়গা করে নিল। তার প্রাপ্ত নম্বর ৫.৪। রয়েছে নবম স্থানে। ০১.জগদ্ধাত্রী (৮.০), ০২. অনুরাগের ছোঁয়া (৭.৯), ০৩. ধুলোকণা (৭.৩), ০৪. আলতা ফড়িং (৭.১), ০৫. এক্কা দোক্কা; খেলনা বাড়ি (৬.৭), ০৬. গাঁটছড়া; মাধবীলতা (৬.৬), ০৭. নবাব নন্দিনী; গৌরী এলো; মিঠাই (৬.৪), ০৮. সাহেবের চিঠি (৬.১), ০৯. হর গৌরি পাইস হোটেল (৫.৪), ১০. পিলু (৪.৯)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।