Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ওয়ার্ল্ড চেঞ্জমেকার অ্যাওয়ার্ড পেলেন নিজাম উদ্দিন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২২, ১২:০১ এএম

ভারতে সম্প্রতি ভারতে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড চেঞ্জমেকার অ্যাওয়ার্ড ২০২২’ প্রদান করা হয়। বাংলাদেশ থেকে এ অ্যাওয়ার্ড লাভ করেন নির্মাতা মো. নিজাম উদ্দিন। ভারতের উড়িষ্যায় এ অনুষ্ঠান আয়োজন করে ‘কালিঙ্গা ইন্টারন্যাশনাল ইয়ুথ ফাউন্ডেশন’। বিশ্বের প্রায় ১২ টি দেশের যুব ও ছাত্র-ছাত্রী, সমাজকর্মী, পেশাজীবী, সংগঠক, প্রতিনিধিরা এই সন্মেলনে অংশগ্রহণ করেন। আলোচনার বিষয়বস্তু ছিল জাতিসংঘ কর্তৃক ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে করনীয় এবং বিভিন্ন পেশার দক্ষতা ও সম্ভাবনা বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা করা। আয়োজনে বিভিন্ন দেশের সংস্কৃতি, ব্যবসা- বাণিজ্য, শিক্ষা, পর্যটনহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে চলচ্চিত্র পরিচালক ও সংগঠক মো. নিজাম উদ্দিন উক্ত সন্মেলনে অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করেন। নিজাম উদ্দিন বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক চলচ্চিত্র নির্মাণ করা, সেই সাথে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে নানাবিধ কর্মকাণ্ডে অবদান রাখায় স্বীকৃতি স্বরূপ ভারত সরকার অনুমোদিত সংগঠন কালিঙ্গা ইন্টারন্যাশনাল ইয়ুথ ফাউন্ডেশন আমাকে ওয়ার্ল্ড চেঞ্জ মেকার-২০২২ প্রদান করে। এর আগে ২০১৮ সালে আইইউএস সংস্থা কর্তৃক নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক যুব সম্মেলন থেকে প্রতিবন্ধী, নারী ও শিশু অধিকার আদায় বিষয়ে চলচ্চিত্র নির্মাণে অবদান রাখায় ‘ইয়ুথ চেঞ্জমেকার’ পুরষ্কার প্রদান করা হয়।উল্লেখ্য, মো. নিজাম উদ্দিন চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি প্রযোজনার সাথে যুক্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ