Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সখিপুরে বৈদ্যুতিক শর্টশার্কিটের আগুনে ভস্মীভূত বসতঘর ঃ ক্ষয়ক্ষতি ৫লাখ

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২২, ৮:০৬ পিএম

টাঙ্গাইলের সখিপুর উপজেলার হাতীবান্ধা ঋষিপাড়ায় বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে আগুন লেগে ফুলচাঁনের বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। ফুলচাঁন ওই এলাকার মৃত নরেশের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১১টার দিকে। এলাকাবাসী জানায়,সখিপুর উপজেলার হাতীবান্ধা গ্রাম একেবারেই অজপাড়াগাঁ। চলাচলের কোন সড়ক নাই এবং বর্ষাকালে নৌকাযোগে চলাচল করতে হয়। যেখানে মানুষ চলাচল করাই দুষ্কর সেখানে ফায়ার সার্ভিস আসার প্রশ্নই উঠে না। রাতে বিদ্যুতের তার থেকে আগুন লাগার মুহুর্তেই ঘরের ভিতর আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান থেকে বসতঘরে থাকা মানুষ জন বেচে গেলেও ঘরের ভিতর থাকা প্রয়োজনীয় জিনিসপত্র বাঁচাও সম্ভব হয়নি । এতে আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে নগদ এক লাখ পাঁচ হাজার টাকা,দুইভরি স্বর্ন,৫ভরি রুপা, ফ্রিজ,টিভি,দুইটি খাট,লেপ-তোষক,গৃহস্থালি জিনিষপত্রসহ প্রায় ৫লাখ টাকার মালামাল। ক্ষতিগ্রস্থ ফুলচাঁন কান্না বলেন, লুঙ্গি আর গেঞ্জি গাঁয়ে ঘর থেকে বের হতে পেরেছি। সব পুড়ে ছাই হয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ