Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগ সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণ করছে : আমু

নলছিটি (ঝালকাঠী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২২, ৭:৪৬ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, মানুষের এমন কোনো মৌলিক চাহিদা নেই যা শেখ হাসিনা পূরণ করেন নাই। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য মানুষের ৫টি মৌলিক চাহিদা পূরণ বাকি রাখেননি। তিনি আছেন বলেই এগুলো খুব সহজে পাওয়া যায়।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকালে নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদ চত্বরে সুধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী এদেশের মানুষের কল্যাণে কাজ করছেন। জঙ্গি, বিএনপি,জামাত প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা করেছে। তিনি মানুষের কল্যাণে কাজ করে দেখেই আল্লাহ তাকে বাচিয়ে রেখেছেন।

কুলকাঠি ইউপি চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য ব্যারিষ্টার সুমাইয়া হোসেন অদিতি প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ