Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৯ ও ২০ নভেম্বর কক্সবাজারে আন্তর্জাতিক ইসলামী সম্মেলন

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২২, ৬:১৪ পিএম

১৯ ও ২০ নভেম্বর কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ইসলামী সম্মেলন। ২দিন ব্যাপী এই আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে মূল আকর্ষণ হিসেবে থাকছেন ভারতের জামিয়া কাসেমিয়া শাহী মুরাদাবাদের মুহতামিম আল্লামা সৈয়দ আশহাদ রশীদী।

ইসলামী সম্মেলন সংস্থা কক্সবাজার জেলা শাখার আয়োজনে চট্টগ্রাম হাটহাজারী জামিয়া আহলিয়া মঈনুল ইসলামের মুহতামিম আল্লামা মুঃ ইয়াহইয়া, ঢাকা বসুন্ধরা' ইসলামিক সেন্টারের মহাপরিচালক আল্লামা মুফতি আরশাদ রহমানী, বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব আল্লামা খালেদ সাইফুল্লাহ, পটিয়া জামেয়া ইসলামিয়ার মুহাতামিম আল্লামা ওবাইদুল্লাহ হামজা, সিরাজ গঞ্জের বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা আব্দুল বাসেত খান ও বসুন্ধার আল্লামা খোরশেদ আলম কাসেমী।

এছাড়া কক্সবাজারের ৩৬ তম আতিক এই ইসলামী সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা আলোচক, ইমলামিক স্কলারবৃন্দ উপস্থিত থাকবেন। মাহফিলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে যোগদানের আহবান জানিয়েছেন সংস্থার সভাপতি মাওলানা মোহাম্মদ মুসলিম ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মোহছেন শরীফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ