Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণসমাবেশ শনিবার : সিলেটে এসেছেন বিএনপির তিন প্রভাবশালী নেতা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২২, ৩:০৯ পিএম

সিলেটে বিএনপির বহু কাঙ্খিত সমাবেশ শনিবার। নগরীর ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা ময়দানে অনুষ্টিত হবে এ গণসমাবেশ। ইতিমধ্যে প্রস্তুত সমাবেশ মঞ্চ। সে সাথে ময়দানের গোটা পরিবেশ সমাবেশময় করে সাজিয়েছেন আয়োজকরা। ময়দানের বিভিন্ন স্থানে জেলা ্ও এলাকা ভিত্তিক প্যান্ডেল তৈরী করা হয়েছে। সেখানে বিশ্রাম নিতে পারবেন আগত নেতাকর্মীরা। এদিকে, সিলেটের এসে পৌছেছেন বিএনপির কেন্দ্রিয় তিন প্রভাবশালী নেতা। বেলা ১ : ১০ মিনিটে ্ওসমানীয় আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছলে তাদের স্বাগত জানান বিএনপির কেন্দ্রিয় কমিটির নেতা ্ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। কেন্দ্রিয় নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান, অপর সদস্য গয়েশ্বর চন্দ্র রায় । এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ন মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ