Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশে বিশৃংখলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থায় নামবে পুলিশ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২২, ২:০৩ পিএম

বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ আগামী শনিবার। সমাবেশ ঘিরে মহা আয়োজনের ব্যবস্থা করেছে বিএনপি
ব্যাপক প্রচারনা সহ প্রস্তুতিও চুড়ান্ত পর্যায়ে। উৎসাহ উদ্দীপনায় মাতোয়ারা নেতাকর্মীরা। সমাবেশ স্থল সিলেট আলীয় মাদ্রাসায় সাজ সাজ পরিবেশ। নেতাকর্মীদের পাশাপাশি উৎসুক জনতার পদভারে দর্শন চলছে সমাবেশ ময়দানে। এরমধ্যে সমাবেশে বিশৃঙ্খলার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে এসএমপি পুলিশ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস। তিনি বলেন, ‘জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর। কেউ যদি জানমালের ক্ষতি করতে চায়, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, তাহলে গ্রহণ করা হবে কঠোর আইনগত ব্যবস্থা।’ সুদীপ দাস বলেন, ‘জনগণের নির্বিঘেœ চলাফেরা ও নিরাপত্তায় কাজ করছে পুলিশ।’
যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্কাবস্থায় আছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ