Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনেক ব্যস্ত, আজেবাজে জল্পনা পাত্তা দেওয়ার সময় আমার নাই : মিথিলা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২২, ১০:২৯ এএম

অনেকের মতে দূরত্ব ভালোবাসা বাড়ায়। আবার কেউ কেউ বলেন, দূরত্ব নাকি বিচ্ছেদের বাহানা খোঁজে। কয়েকদিন আগে সবাই ধরে নিয়েছিলেন, সৃজিত-মিথিলার জীবনে হয়তো পরের বাক্যটাই সত্য হয়ে ধরা দিতে যাচ্ছে। সামাজিক মাধ্যমে একই সময়ে তাদের দুজনের ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখেই এমন ধারণা পোষণ করেছিলেন নেটিজেনরা। তবে কি সংসার ভাঙছে সৃজিত-মিথিলার— এ প্রশ্নটি ঘোরাফেরা করছিল অনেকের মাথায়।

এ নিয়ে সৃজিত কোনো মন্তব্য না করলেও মুখ খুলেছেন মিথিলা। বিষয়টিকে অহেতুক জল্পনা উল্লেখ করে মিথিলা বলেন, ‘এসব আজেবাজে জল্পনা পাত্তা দেওয়ার সময় আমার নাই ভাই। আমি কাজে অনেক ব্যস্ত।’

গেল শনিবার (১২ নভেম্বর) সৃজিত একাকীত্বে ভরা একটি ছবি প্রকাশ করেন অনলাইনে। ছবিতে দেখা যায় সমুদ্র পাড়ে একটি মৃত গাছে হাত দিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি।

ছবির ক্যাপশনে সৃজিত লিখেছিলেন, ‘এখানে রাগের দরকার নেই, এখানে দোষারোপের প্রয়োজন নেই। এখানে কিছু প্রমাণ করার নেই। সব কিছু একই রয়েছে, সৈকতে শুধুমাত্র একটা গাছ দাঁড়িয়ে রয়েছে, একা। বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে।’

এটি জোন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন। সৃজিতের পোস্ট দেখে নেটগরিকরা ধরে নিয়েছিলেন, নিজের বর্তমান মানসিক অবস্থার সঙ্গে গানটি মানানসই বলেই হয়তো এভাবেই মনের কথা প্রকাশ করেছেন সৃজিত।

সেদিন সৃজিতের পোস্টের একই সময়ে নতুন করা ফটোশুটের কিছু ছবি প্রকাশ করে মিথিলা লেখেন, ‘কীভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি? কীভাবে জানো সেই প্রেম ন্যায্য? সেই প্রেম আর নেই এটা জানার আগে সেই উত্তর খুঁজতে কতদূর তুমি যেতে পার?’

সৃজিত-মিথিলার এ ধরনের পোস্ট দেওয়ার পর থেকেই শুরু হয় জল্পনা-কল্পনা। নেটিজেনরা মনে করেন, শিগগিরই বিচ্ছেদের পথ বেছে নেবেন এই দুই তারকা। রোববার (১৩ নভেম্বর) সংবাদমাধ্যমেও জায়গা করে নেয় তা। এবার অল্প কথায় তারই জবাব দিলেন সৃজিতের ঘরণী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ