Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাগল চেতাবেন না, প্লিজ -আসিফ আকবর

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ নিয়ে সারাবিশ্বে উন্মাদনার শেষ নেই। বাংলাদেশেও এর উন্মাদনা ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে শুরু হয়ে গেছে নিজেদের প্রিয় দল নিয়ে তর্ক-বিতর্ক। এ তর্ক-বিতর্কে তারকারাও কম যান না। সঙ্গীতশিল্পী আসিফ আকবরও এ তর্কযুদ্ধে লিপ্ত হয়েছেন। তার প্রিয় দল ব্রাজিল। এ নিয়ে তিনি ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। সেখানে আর্জেন্টিনা সমর্থকদের একহাত নিয়েছেন। তিনি লিখেন, আমরা যারা বনেদী ব্রাজিল সমর্থক, ব্রাজিলীয় ঐতিহ্যের সাম্বা ফুটবলকেই ভালোবাসি। বিশ্বকাপ দরজায়, একজন ব্রাজিলিয়ান সাপোর্টার হিসেবে সবসময়ের মতো আমার প্রথম সিদ্ধান্ত কোনো আর্জেন্টাইন সাপোর্টারের সঙ্গে তর্ক করব না। এমনিতেও মিনিমাম কাছাকাছি যোগ্যতাস¤পন্ন না হলে কারও সঙ্গে তর্কও করি না। ব্রাজিল দ্য অ্যা টিম হিসেবে খেলে, যেকোনো ব্যক্তিগত ক্যারিশমা এই দলের একটা হালকা উপলক্ষ্য মাত্র। সঠিকভাবে খেললে দল হিসেবে আর্জেন্টিনা শক্তিশালী এবং বিশ্বকাপের দাবিদার, এ রকমভাবে বাকি দলগুলোও জেতার জন্য খেলতে আসে। আমার এ মন্তব্যে খুশি হয়ে থাকলে কোনো আর্জেন্টাইন সাপোর্টার আমাকে ব্রাজিল দল সাপোর্ট করা নিয়ে বেমক্কা মতামত দিয়ে বিব্রত করবেন না প্লিজ। ফুটবল নিয়ে চার বছরে একবারই পাগল হই, পাগল চেতাবেন না, প্লিজ। আমাকে আমার পছন্দের দলটাকে সাপোর্ট করতে দিন, এটা আমার মৌলিক ফুটবলিক অধিকার। যে দলগুলো অন্তত তিনবার ওয়ার্ল্ড চ্যা¤িপয়ন হয়েছে তাদের মতামত সাগ্রহে মেনে নেব। বাকিরা মিনিমাম জ্ঞানী হয়ে থাকলে ইতিহাস চর্চা করে মন্তব্য করুন। তিনি লিখেন, ইতালির মতো স্ট্যান্ডার্ড টিম পেলে ভালো লাগত। তাদের অনুপস্থিতিতে বিশ্বকাপটা খালি খালি লাগছে। চলুন খেলা নিয়ে থাকি, খেলা উপভোগ করি। সফল হোক গ্রেটেস্ট শো অন আর্থ- দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২। বি ¯েপার্টিং, বি পজিটিভ, বি বাংলাদেশি, বি ব্রাজিলিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ