প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রকাশিত হয়েছে লোকগানের প্রখ্যাত শিল্পী চন্দনা মজুমদার নতুন গান ‘প্রেমে মরা’। গানটি রচনা এবং সুর করেছেন হাবিব মোস্তফা। সঙ্গীতায়োজনে জাহিদ বাশার পঙ্কজ। জি সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি ভিডিও আকারে প্রকাশিত হয়েছে। গানটি সম্পর্কে চন্দনা মজুমদার বলেন, হাজার বছরের ঐতিহ্যে লালিত আমাদের লোকগান। আমি অনেক সাধক পুরুষের গান করেছি। তবে হাবিব মোস্তফা বয়সে তরুণ হলেও তার গানের বাণী ও সুর আমাকে ভীষণ মুগ্ধ করেছে। বিশেষ করে এই গানটির ভিতরে একটি প্রবহমান কান্নার অনুরণন পাবেন শ্রোতারা, যা তাদের মনকে প্রশান্ত করবে বলে বিশ্বাস করি। হাবিব মোস্তফা বলেন, চন্দনা মজুমদার বাংলা লোকগানের জীবন্ত কিংবদন্তি শিল্পী। তার দরদী কণ্ঠে আমার রচিত কোনো গান গীত হয়েছে, বিষয়টি ভাবতেই ভাললাগা কাজ করছে। আশা করছি, বরাবরের মত তার শ্রোতা-ভক্তরা গানটি হৃদয় দিয়ে গ্রহণ করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।