প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আরটিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ঝড়ের পাখি’। এটি মঙ্গল, বুধ, বৃহ¯পতিবার রাত ১০টায় প্রচার হচ্ছে। রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় মাহমুদ হাসান রানা। অভিনয় করেছেন এলেন শুভ, নীলাঞ্জনা নীলা, রওনক হাসান, শাহেদ আলী সুজন, আফ্রি সেলিনা, শামীমা নাজনীন, ফারুক আহমেদ, আব্দুল্লাহ রানা, সুজন হাবিব, মুকিত জাকারিয়া, লারা লোটাস প্রমুখ। আদর্শ, নীতিবোধ ও সততায় অটল থাকলে একটা সাধারণ মেয়ে কিভাবে অসামান্য হয়ে ওঠে তারই একরৈখিক গল্প ঝড়ের পাখি। পরিস্থিতির শিকার হয়ে দরিদ্র পরিবার থেকে একের পর এক যুদ্ধ, চড়াই-উৎড়াই পেরিয়ে তরুণী পাখি শূন্য থেকে সাফল্যের চুড়ায় উঠে আসে। এরই মাঝে আসে ভালোবাসার ¯পর্শ, লোভ ও লালসা। পাখি’র মা-বাবা মারা যায় শৈশবে। মামা মামির সংসারে মানুষ। মামি অসম্ভব ভালো মানুষ। এক রাতে টিউশনি থেকে ফেরার সময় পাখি’র সাথে নাটকীয়ভাবে পরিচয় হয় বিজনেস টাইকুন পরিবারের ছেলে জাবেদের সাথে। জাবেদের গাড়িকে ট্রাক ধাক্কা মারে। জাবেদ আহত হয়। তাকে রক্তাক্ত অবস্থায় ক্লিনিকে নিয়ে যায় পাখি। তাকে রক্ত দেয়। খবর পেয়ে ছুটে আসেন জাবেদের বড় ভাই আমিন সাহেব। মূলত তিনিই পারিবারিক ব্যবসা সামলান। তিনি পাখিকে একটা ব্ল্যাংক চেক লিখে দেন ভাইকে বাচানোর জন্যে। কিন্তু পাখি কারো দান নিতে অভ্যস্ত নয়। তাই সে ফিরিয়ে দেয় আমিন সাহেবের ব্ল্যাংক চেক। আমিন সাহেব পাখির সততায় মুগ্ধ হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।