Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট গণ সমাবেশ সফল করতে মোটরসাইকেল র‌্যালী ও প্রচার মিছিল

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২২, ৬:১১ পিএম

১৯ নভেম্বরের সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে এক মোটরসাইকেল র‌্যালী ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর অংশগ্রহণে শতাধিক মোটরসাইকেল নিয়ে নগরীর আম্বরখানা থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলিয়া মাদরাসার সামনে নিয়ে সমাপ্ত হয়। এতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এমদাদ হোসেন চৌধুরী বলেন, ১৯ নভেম্বর সিলেট সরকারী আলিয়া মাদরাসা ময়দানের গণসমাবেশে সিলেটের স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশে পরিণত হবে। বিএনপির প্রতিটি নেতাকর্মীর নেতৃত্বে পাড়া মহল্লায় গণসংযোগ ও প্রচারণা চলছে। সিলেটের গণতন্ত্রকামী মানুষ সমাবেশ সফলে ঐক্যবদ্ধ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ