Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ইলিয়াস পতিœ লুনার গাড়িতে হামলা : সিলেট জেলা ও মহানগর বিএনপির নিন্দা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২২, ৪:০৮ পিএম

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে পুলিশের উপস্থিতিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনার গাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী, সিলেট জেলা বিএনপিসাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী। আজ মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পুরো সিলেটজুড়ে যখন আগামী ১৯ নভেম্বরের গণসমাবেশ নিয়ে প্রচার প্রচারণা চলছে, সিলেটবাসী যখন বিএনপির সমাবেশে একাত্মতা পোষন করেছে এমন সময়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনার গাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার ঘটনায় বহিঃপ্রকাশ তাদের ফ্যাসিবাদী চরিত্রের ।

বিএনপি নেতৃবৃন্দ দলী সকল নেতাকর্মীকে এসব নির্যাতন এবং সন্ত্রাসের বিরুদ্ধে আগামী ১৯ নভেম্বরের সমাবেশের মাধ্যমে এই সমস্ত সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ জানানোর আহবান জানান। জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ অভিলম্বে এই হামলার সাথে জড়িত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান। এদিকে, অপর এক বিবৃতিতে নেতৃবৃন্দ বিয়ানীবাজার উপজেলায় বিএনপির কর্মসূচিত আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসব হামলার পাশাপশি বিএনপির কর্মসূচি থেকেবিয়ানীবাজার উপজেলায় এক জন, কানাইঘাট উপজেলায় এক জন এবং ওসমানীনগর উপজেলায় দুই জন নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র ও প্রতিবাদ জানান। এবং অভিলম্বের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবী জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ