Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২২, ৩:০৩ পিএম

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপি এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়। ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪টি প্যাভিলিয়নে মোট ২৮টি ষ্টলে সরকারের দপ্তরভিত্তিক ডিজিটাল সেবার তথ্যচিত্র ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুন উদ্যোক্তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হয়। ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইনউদ্দিন খান বাদল, গফরগাঁও থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফারুক আহাম্মেদ,পাগলা থানার অফিসার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ