Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে নিখোজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রীর গাড়ীতে হামলা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২২, ১০:৩৬ পিএম

আগামী ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে প্রচারপত্র বিতরণের সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেলের দিকে সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার এলাকায় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে।

স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন ইলিয়াস পত্নী। এই সময় উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৮ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘আমরা সমাবেশ সফলের জন্য বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি করে আসছিলাম। গোয়ালাবাজারে আসলে ছাত্রলীগ আমার গাড়িতে হামলা করেছে। সেখানে পুলিশ উপস্থিত ছিল। তারপর আমি গাড়ি নিয়ে ওখান থেকে চলে এসেছি।’

তবে বাধার পরও প্রচারপত্র বিলি করেছেন বলে জানান লুনা। তিনি বলেন, ‘তারা বাধা দিয়েছে। কিন্তু আমি তো সেই বাধা মানব না।’

অন্যদিকে প্রচারপত্র বিলির সময় বিএনপির ২ নেতাকে আটক করেছে পুলিশ। তারা হলেন- উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ফয়সল আহমদ মিলন ও উমরপুর ইউনিয়ন বিএনপির নেতা নুরুল ইসলাম।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিন বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যুবলীগ ও ছাত্রলীগের ওপর হামলার ঘটনায় অভিযোগ দেওয়া হলে মামলা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ