Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন গৃহবধূ

| প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুরে তিন সন্তানের জননী লাভলী (৩০) শ্বশুর, শাশুড়ি, দেবর কর্তৃক শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। সখিপুর হাসপতালে চিকিৎসা নিতে এসে কোন প্রকার সহযোগিতা পায়নি বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, গত ১০ ডিসেম্বর পারিবারিক কলহে উপজেলার কালমেঘা এলাকায় শ্বশুর ফালু মিয়া, শাশুড়ি গোলাপী বেগম, দেবর শফিকুল গৃহবধূ তিন সন্তানের জননী লাভলীকে বেধড়ক পেটায়। এ সময় অজ্ঞান হয়ে পড়লে দেবর শফিকুল ভাবী লাভলীকে অচেতন অবস্থায় সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। জরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. ফরিদ হোসাইন আহত অচেতন লাভলীর মাথায় সাতটি সেলাই করে। অবস্থা বেগতিক দেখে শফিকুল মোটা অংকের অর্থের বিনিময়ে লাভলীকে হাসপাতালে ভর্তি না করে চিকিৎসাপত্রে দুর্ঘটনাজনিত উল্লেখ করে ভুয়া রেজিঃ নং ৩৬৮৩/০৫ লিখে আহত লাভলীকে হাসপতালে ভর্তি না করে জরুরী বিভাগ থেকেই বিদায় করে দেয়। ঘটনার তিনদিন পর কিছুটা সুস্থ হয়ে লাভলী চিকিৎসাপত্র নিয়ে হাসপাতালে যোগাযোগ করলে দেখতে পায় চিকিৎসাপত্রে দেওয়া রেজিঃ নম্বরটি ভুয়া। লাভলীর চিকিৎসাপত্রে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি  মেডিকেল অফিসার মো. ফরিদ হোসাইনের দস্তখত রয়েছে। ইরাক প্রবাসী রফিকুলের স্ত্রী তিন সন্তানের জননী গুরুতর আহত গৃহবধূ লাভলী বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। লাভলীর বাবার বাড়ি কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় পিতার নাম লাভু মিয়া। এ ব্যাপারে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. ফরিদ হোসাইন বলেন, লাভলীর নাম হাসপাতালের জেনারেল খাতায় রেজিস্ট্রেশন করা আছে এবং ডাঃ রাজিয়া ম্যাডামের তত্ত্বাবধানে চিকিৎসা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ