Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২২, ৯:২১ পিএম

গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও এর নির্দেশনা অনুসারে রাজনৈতিক দলের সকল পর্যায়ে ন্যুনতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত দাবি করা হয়েছে নাটোরে। আজ মঙ্গলবার বেলা ১১টায় ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অপরাজিতা নেটওয়ার্ক ও নারী উন্নয়ন ফোরাম এ দাবিতে সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচন কমিশন থেকে আরপিও সংশোধনের মাধ্যমে ২০২২ সালের মধ্যে প্রত্যেক রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারীকে অন্তর্ভূক্ত করার ঘোষণা করা হলেও সেই সময়সীমা অতিক্রমের পথে রয়েছে। কোন রাজনৈতিক দলেই এ নির্দেশনা অনুসরণ করা হয়নি। আগামী ২০২৫ সালের মধ্যে আরপিও’র সকল নির্দেশনা অনুসরণ করতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সিসিবিজি’র ক্লাসটার কো-অর্ডিনেটর শাহীনা লাইজু, হালসা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাবেয়া খাতুন এবং অপরাজিতা নেটওয়ার্ক এর জেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ মজিবুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ