রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাদারীপুর জেলা সংবাদদাতা : মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ২৪নং হাসানকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বুধবার তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে বার্ষিক ধর্ম পরীক্ষার স্থলে সমাজ বিজ্ঞান পরীক্ষা নেয়া হয়েছে। কোমলমতি ছাত্র-ছাত্রীরা পরীক্ষার হলে গিয়ে পরিবর্তিত প্রশ্নপত্র হাতে পেয়ে বিভ্রান্তি ও মহাবিপাকে পড়ে। সময়সূচি অনুযায়ী এ পরীক্ষাটি নেয়ার কথা ছিল আজ ১৭ ডিসেম্বর শনিবার। ফলে এ প্রশ্নটি অন্যান্য বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের হাতে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। অন্যদিকে সময় সূচি অনুযায়ী অন্য বিদ্যালয়ে ধর্ম পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় এ প্রশ্নটিও (ধর্ম) হাসানকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের কাছে পৌঁছে যায়। ফলে রাজৈর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা গ্রহণ জটিলতার মধ্যে পড়ে। এ ঘটনায় রাজৈর উপজেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সেক্রেটারি নাজির হোসেন জানান, শিক্ষা অফিস থেকে দেয়া রুটিন অনুযায়ী আমি পরীক্ষা নিয়েছি। উপজেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দায়ি শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পাশপাশি নতুন প্রশ্নের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, রাজৈর উপজেলার ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষার রুটিন অনুযায়ী গত বুধবার ছিল ধর্ম পরীক্ষা কিন্তু ২৪নং হাসানকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই দিন সমাজ বিজ্ঞান পরীক্ষা নেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।