Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুয়াডাঙ্গার কৃষি খামার পরিচালককে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জেলার জীবননগর উপজেলার দত্তনগর কৃষি খামার পরিদর্শনের আগেই খামারের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমানকে (৫২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্ব¡র জখম করেছে দত্তনগর খামার এলাকার মহর মন্ডলের ছেলে মোহাম্মদ আজাদ (৪৫) ও তার ভাই সামাউল (৩৫)। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ঘটনাটি ঘটে গত সোমবার সকালে দত্তনগর ফার্মের জীবননগর উপজেলার পাতিলা অংশে। খামারের উপ-পরিচালক কৃষিবিদ জামাল উদ্দিন মোল্লা বলেন, গতকাল মঙ্গলবার কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক দত্তনগর কৃষি খামার পরিদর্শন করবেন। এ জন্য খামারের সীমানা প্রাচীর রঙ করাসহ অবৈধ স্থাপনা অপসারণ করা হচ্ছিল। এ সময় সেখানকার নিত্যকর্মী (মাস্টাররোলে নিয়োগপ্রাপ্ত) সামাউলের বিচালী গাদা খামারের ভেতর থেকে থেকে সরিয়ে নিতে বলেন সহকারী উপ-পরিচালক মিজানুর রহমান। এতেই ক্ষিপ্ত হয়ে কিছু বোঝার আগেই সামাউলের ভাই মোহাম্মদ আজাদ ধারালো হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করে তাকে। পরে আমরা আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. লিওন বলেন, মিজানুরকে ধারালো অস্ত্রের কোপ দেয়ায় তার বাম পায়ের দুইস্থানে জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে অস্ত্রোপচারের জন্য অর্থোপেডিক্স চিকিৎসকের নিকট পাঠানো হয়েছে।
জীবননগর থানার ওসি আব্দুল খালেক জানান, খামারে কৃষিমন্ত্রী পরিদর্শনে আসবেন বলে সেখানে পরিচ্ছন্নতার কাজ চলছিল। সেখানকার একজন নিত্যকর্মীকে খামারের ভেতরে গাদা করে রাখা তার বিচালী সরিয়ে নিতে বললে তারই ভাই আজাদ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সহকারী উপ-পরিচালক মিজানুর রহমানকে জখম করে। এর আগে আজাদ খামারের তেল চুরি করলে মিজানুর রহমান তা উদ্ধার করে। সেই থেকেই আজাদ তার প্রতি ক্ষিপ্ত ছিল। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন ও ঘটনার সঙ্গে জড়িতদের আটক ককরতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ