Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হযরত মোহাম্মদ (স) সম্পর্কে কটূক্তি, যুবক গ্রেফতার

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২২, ৭:৩০ পিএম

নিজের স্থলে অন্যের ফেসবুক আইডি ব্যবহার করে হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করে শেষ রক্ষা হয়নি। তথ্য-প্রযুক্তির কল্যাণে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত যুবকের নাম তন্ময় বিশ্বাস (২৫)। তন্ময় মাগুরার মহম্মদপুরের বাবুখালী ইউনিয়নের বহলবাড়ীয়া গ্রামের রঞ্জন বিশ্বাসের ছেলে। সোমবার (১৪) নভেম্বর রাতে পুলিশ তাদের বাড়ি থেকে তাকে আটক করে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

সূত্র জানায়, উপজেলার বাবুখালী ইউনিয়নের আড়পাড়া গ্রামের লুৎফর ফকিরের ছেলে তাসিমের ব্যবহৃত বাটন ফোনটি সপ্তাহ দুয়েক আগে হারিয়ে যায়। তাসিমের হারিয়ে যাওয়া ফোনটি একই ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামের রঞ্জন বিশ্বাসের ছেলে ও যশোর এমএম কলেজের মাস্টার্সের ছাত্র তন্ময় বিশ্বাসের হাতে আসে। এরপর তন্ময় সিম কাডটি নিজের মোবাইলে প্রবেশ করিয়ে উক্ত নাম্বার দিয়ে তাসিমের ফেসবুক আইডি (এমডি তাসিম এমডি তাসিম) নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। মুসলিম বিদ্বেষী ও হিন্দু ধর্মের ছেলে তন্ময় বিশ্বাস রাসুল (সা.) কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেয়।

ফেসবুকে এ ধরণের পোস্ট করার পরদিন বিষয়টি তাসিম জানতে পেরে মহম্মদপুর থানার দ্বারস্থ হয়। তাসিমের মাধ্যমে পুলিশ বিস্তারিত জানতে পারে। এরপর পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিশ্চিত হয়ে সোমবার (১৪) নভেম্বর রাতে পুলিশ তন্ময় বিশ্বাসকে তাদের বাড়ি থেকে আটক করে।

এ ঘটনায় থানার এসআই সাইদুর রহমান বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ অসিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।



 

Show all comments
  • salman ১৬ নভেম্বর, ২০২২, ৪:২৮ এএম says : 0
    Murti Pujari, Jahannami PAGLA KUTTA ta k JOBAI kora hok. Or Bachar odhikar nai
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ