রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সরাইল (ব্রাক্ষণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : ব্রাক্ষণবাড়িয়ার সরাইলে এক জেএসসি পরীক্ষার্থী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার রাতে ধর্ষক জুয়েল মিয়া খাদেম (২২) নামের এক যুবককে আটক করেছে। জানা যায়, শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের ধন মিয়া খাদেমের বখাটে ছেলে জুয়েল মিয়া খাদেম প্রতিবেশী দিন মজুরের মেয়েকে ধর্ষণ করে। মেয়েটি এ বছর শাহজাদাজাপুর উচ্চবিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিয়েছে। এক ভাই পাঁচ বোনের মধ্যে ওই কিশোরী সবার ছোট। স্থানীয়রা জানায়, গত বুধবার সকাল ১১টার দিকে ওই কিশোরী তাদের ঘরে একা ছিলো। ওই সময়ে জুয়েল খাদেম তাদের ঘরে ঢুকে মুখ চেপে ধরে কিশোরীকে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের কয়েকজন মহিলা এগিয়ে আসলে জুয়েল পালিয়ে যায়। এ বিষয়ে মুখ খোলায় প্রতিবেশী জুমেলা বেগমকে মারধর করেছে জুয়েলের পরিবারের লোকজন। ঘটনার পর জুয়েলের চাচা আবু মিয়া খাদেম বিষয়টি কাউকে না বলার জন্য কিশোরীর বাবা-মাকে হুমকি ধমকি দিয়ে যান। কিশেরীর মা কান্না জড়িত কণ্ঠে বলেন, আবু মিয়া খাদেম এইডা (বিষয়টি) বইসা (সালিসের মাধ্যমে) শেষ করবে কইয়া গেছে। কইছে কেউরে কইলে গ্রাম থেইক্কা বাইর কইরা (গ্রাম ছাড়া) দিবে। এ ঘটনায় পুলিশ গত বৃহস্পতিবার রাতে জুয়েল মিয়া খাদেমকে আটক করেছে। গতকাল শুক্রবার দুপুরে ধর্ষীতা বাদী হয়ে জুয়েল খাদেমকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের জন্য প্রক্রিয়া চালাচ্ছে। সরাইল থানার ওসি রুপক কুমার সাহা বলেন, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। জুয়েল মিয়া খাদেমকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।