প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সদ্য জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পিলুর শেষ হওয়ার খবর মিলেছে। রবিবারই হয়ে গেছে পিলু ধারাবাহিকের শেষ দিনের শুটিং। ১২ই নভেম্বর এই সিরিয়ালের শেষ পর্ব স¤প্রচারিত হবে। স্বভাবতই মন খারাপ অনুরাগীদের। এরই মধ্যে জি বাংলার অপর এক জনপ্রিয় ধারাবাহিকের শেষ হয়ে যাওয়ার খবর মিলল। কারণ ‘নিম ফুলের মধু’র পর জি বাংলায় আসতে চলেছে আরও এক নতুন ধারাবাহিক ‘সোহাগ জল’। তবে কোন ধারাবাহিক শেষ হতে চলেছে? তা নিয়ে দর্শকদের মধ্যে গুঞ্জন ছিল। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে জনপ্রিয় সিরিয়াল ’লালকুঠি’র শেষ হয়ে যাওয়ার খবর শোনালেন চ্যানেল কর্তৃপক্ষ। মঙ্গলবারই হয়ে গেল ধারাবাহিকের শেষ পর্বের শুটিং। সদ্য প্রচারিত ‘সোহাগ জল’-এর প্রোমোতে ৯টার টাইম ¯øট দেখে জি বাংলার দর্শকরা ভেবেছিলেন হয়ত শেষ হতে চলেছে “এই পথ যদি না শেষ হয়” ধারাবাহিক। স¤প্রতি এই ধারাবাহিকে এক দিকে ঊর্মি-সাত্যকি এবং একদিকে পিসি-পিসিমশাইয়ের মিল দেখানো হওয়াতে দর্শকদের মনে এই ধারনা আরও জোরাল হয় যে সত্যিই বোধয় ঊর্মি-সাত্যকির পথ শেষ হতে চলেছে। কিন্তু তাঁর বদলে লালকুঠি শেষ হওয়ার খবরে হতাশ দর্শকরা। বিশেষত ধারাবাহিক শেষের খবরে মন খারাপ রাহুল-রুকমার ভক্তদের। স্টার জলসার দেশের মাটি ধারাবাহিকে প্রথম জুটি হিসেবে কাজ করেন রাহুল-রুকমা।এই ধারাবাহিকে এতটাই জনপ্রিয়তা পায় দুজনের জুটি যে ৪ মাসের মধ্যেই তাদের ফিরিয়ে নিয়ে আসে জি বাংলা। কিন্তু টিআরপির অভাবে শুরু হওয়ার মাত্র ৬ মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে ‘লালকুঠি’ ধারাবাহিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।