রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারি কলেজ শিক্ষকদের বেতনের টাকা নিয়ে উধাও এর ঘটনায় এজাহারভুক্ত আসামি একই প্রতিষ্ঠানে মাস্টার রোলে থাকা পিওন জুয়েল রানা (৩৫)-কে গত বুধবার পটুয়াখালী জেলার মহিপুর থানার একটি বাড়ি থেকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকা আটককৃত আসামি জুয়েল রানা অ¤্রবাড়ী গ্রামের শহিদুর ইসলামের ছেলে। জানা যায়, আটক আসামী জুয়েল রানা সরকারি কলেজে রসায়ন ল্যাবে পিয়নের চাকুরীতে কর্মরত অবস্থায় চলতি বছরের ২৭ নভেম্বর কলেজের আটজন শিক্ষকের বেতনের ২ লাখ ৯০ হাজার টাকা ফুলবাড়ী সোনালী ব্যাংক শাখা থেকে উত্তোলন করে পালিয়ে যাওয়ায় তাকে খুঁজে না পেয়ে ওই মাসের ২৮ তারিখে শিক্ষক মাসুদ রানা বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। ফুলবাড়ী থানার ওসি মোকছেদ আলী জানান, মামলার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার পটুয়াখালী জেলার মহিপুর থানা পুলিশের সহযোগিতায় এসআই শাহ্ আলম মহিপুর বাজারের একটি বাড়ি থেকে জুয়েল রানাকে আটক করে থানায় নিয়ে আসার পর গত বৃহস্পতিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।