বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা হাওরের মাঝখানে গাড়ি চালিয়ে ঢাকা যাব। উড়াল সেতু দিয়ে নেত্রকোণা হয়ে বিভিন্ন জায়গায় যাব। আপনারা যারা হাওরের মানুষ হাওরের উন্নয়ন চান, তারা শেখ হাসিনাকে সমর্থন দেবেন, সুরক্ষা দেবেন। তার বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে আপনারা প্রতিহত করবেন এই বিশ্বাস আমার আছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
একই অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও প্রধান অতিথি নুরুল ইসলাম নাহিদ বলেন, বিএনপি সংবিধানও মানে না, নির্বাচনও মানে না। আওয়ামী লীগের পরিষ্কার কথা বাংলাদেশে নির্বাচন হবে, সংবিধান অনুযায়ী হবে। বিএনপির কোনো লজ্জা নেই, তারা পদ্মাসেতু নির্মাণের সময় বলেছিল এই সেতু দিয়ে তারা চলাচল করবে না। অথচ এখন দেখি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদ্মাসেতু পার হয়ে বিএনপির সমাবেশে অংশগ্রহণ করছেন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় সদস্য আজিজুল সামাদ আজাদ ডন, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়া, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।