Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

পঞ্চগড়ে বাড়ছে গরম কাপড়ের বেচাকেনা

| প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পঞ্চগড় জেলা সংবাদদাতা : এবার অগ্রহায়নের শুরুতে শীতের দেখা মিললেও তার তীব্রতা বাড়ে এ সপ্তাহে। হঠাৎ করেই ওই দিন সকাল বেলা আকাশ মেঘাছন্ন হয়ে পড়ে। দুপুরের পর সূর্যের দেখা মেলে। বিগত সময়গুলিতে আশ্বিন মাসেই শীতের আগমন ঘটতো এবং শীত থাকতো না হলেও ৩/৪ মাস। কিন্তু দিন দিন এর পরির্বতন দেখা যাচ্ছে। ফলে মানুষের মধ্যে শীত আসবে একটি নিয়মের মাঝে সেই ধারণা এখন আর থাকছে না। ফলে তার প্রভাব পড়ছে নানাভাবে। একদিকে শারীরিক নানা সমস্যা অন্যদিকে গরম কাপড়ের ব্যবসার ধরণ পাল্টাচ্ছে। অনেক ব্যবসায়ী আগে-ভাগে গরম কাপড় এনে শীতের অপেক্ষা করেন। কেউ শীত আসার পর কাপড় আনেন তার দোকানে। পঞ্চগড় শহরসহ আশপাশ ঘুরে দেখা গেছে, অনেক নতুন নতুন গরম কাপড়ের দোকান বসেছে। মানুষ যার যা সামর্র্থ্য তা দিয়ে পরিবার-স্বজনদের কাপড় কিনছেন। তবে কাপড়ের দাম কম নয়। মাঝারি মহিলা সুয়েটার খোলা মার্কেটে দাম ১৫০ থেকে ৩০০ শত টাকা, শিশুদের কাপড়েরও একই দাম। গার্মেন্ট বলে পরিচিত দোকানে ৫০০শ’ টাকার নীচে পাওয়া বেশ মুসকিল। ভালোমানের গরম কাপড়ের দাম তো আকাশ ছোঁয়া। ২ হাজার টাকা হতে ৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে বাইরের আমদানি করা সুয়েটার। তবে গরিব-অসচ্ছল পরিবারের জন্য খোলা মার্কেটের কদর বেশি। এদিকে শীতের কারণে শহরে ভাপা পিঠা, পানি পিঠা, দুধ পিঠাসহ সকল খাবার দোকানগুলিতে চা সহ অন্যান্য খাবার বিক্রি হচ্ছে দেদারচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ