রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নেত্রকোনা জেলা সংবাদদাতা : মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে ফুল দেয়াকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সকালে ছাত্রলীগ যুবলীগের হামলায় আটপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত আটপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রদল নেতা নূর মোহাম্মদ ফরিদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আটপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, আমরা পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে সকাল সাড়ে ৭টার দিকে আটপাড়া শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদনের পর দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের সময় ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা অফিসের সামনে রক্ষিত ৫/৭টি মোটরসাইকেল ভাঙচুর করে। সশস্ত্র হামলায় আমি সহ কমপক্ষে ১৫ নেতাকর্মী আহত হই। জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান ও সাধারণ সম্পাদক ড্যাব নেতা ডাঃ আনোয়ারুল হক এ ন্যাক্কার জনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। পুলিশ সুপার জয়দেব চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।