রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ গরুর হাটের জমি প্রভাবশালীদের দখলে চলে যাওয়ায় হাটে জায়গা না পেয়ে বিক্রেতারা গরু নিয়ে মহাসড়কে দাঁড়াতে হয়। হাটের গরু সড়কে উঠায় সৃষ্টি হয় যানজট। ওই অবস্থায় সড়ক থেকে হাট সড়াতে হাটের জমি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন ইজারাদার ও স্থানীয় লোকজন। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের সামনের এলাকায় উপজেলার প্রধান গরুর হাট। প্রতি সোমবার এখানে বিশাল গরুর হাট বসে। গরু বাজারের জন্য প্রায় ১৪০ শতাংশ (১৪ কাঠা) জমি থাকলেও বাজারের দুই পাশে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা দখল করে মার্কেট ও বাসাবাড়ি নির্মাণ করে ফেলেছেন। দীর্ঘ দিন ধরে অল্প অল্প করে দখল শুরু হওয়ায় বাজারে মোট জমির প্রায় অর্ধেকের মতো জমি অবশিষ্ট আছে। গরু হাটের সরকারি জমিটি দু’পাশে অবৈধভাবে দখল হয়ে যাওয়ায় বাজারের আকার ছোট হয়ে গেছে। কিন্তু প্রতি হাট বারের দিন প্রধান গরুর হাটটিতে প্রচুর গরু আসে। দূর দূরান্ত থেকে গরু কেনার জন্য আসেন পাইকাররাও। বিক্রেতারা বাজারে জায়গা না পাওয়ায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক, ইসলামপুর সড়ক ও কলেজের সামনের এলাকায় গরু নিয়ে দাঁড়াতে বাধ্য হয়। এদিকে মহাসড়কে গরু উঠায় যানবাহনকে পড়তে হয় দুর্ভোগে। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ওই যানজট নিরসনে উপজেলা প্রশাসন সড়কে গরু উঠতে ইজারাদারকে নিষেধ করেছেন। কিন্তু বাজারে জায়গা না হওয়ায় সড়কে গরু নিয়ে দাঁড়াতে বাধ্য হচ্ছেন গরু বিক্রেতারা। ওই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারি গরুর হাটের অবৈধ দখলদার উচ্ছেদের দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন। একাধিক ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বললে তারা জানান, আগে বাজারের বিশাল জায়গায় গরু উঠলেও এখন বাজার ছোট হয়ে গেছে। তাই বাধ্য হয়ে গরু নিয়ে সড়কে দাঁড়াতে হয়। এতে অনেক সময় গরুর ওপর গাড়ি উঠে যায়। দুর্ঘটনার আশঙ্কা নিয়ে রাস্তাায় গরু নিয়ে দাঁড়ায়। ওই অবস্থা থেকে তারা পরিত্রাণ চান। তারা দ্রুত গরু বাজারের জমি দখলমুক্ত দেখতে চান। ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বজলুর রহমান বলেন, গরুর হাটটির মোট জমি প্রায় ১৪ কাঠা। কিন্তু এখন হাটে অর্ধেকের চেয়ে কম জমি রয়েছে বাস্তবে। হাটের দু’পাশে অল্প অল্প করে দখল করায় হাট ছোট হয়ে গেছে। আর প্রধান গরুর হাটে প্রচুর গরু উঠায় ছোট্ট জায়গায়টিতে সংকুলান হয় না। ওই অবস্থায় সড়কে দাঁড়াতে বাধ্য হয় বিক্রেতারা। প্রশাসন সড়কে গরু নিয়ে দাঁড়াতে নিষেধ করলেও বিকল্প জায়গা না থাকায় সড়কে গরু নিয়ে দাঁড়াতে হয়। ওই অবস্থা থেকে নিরসনের জন্য গরু হাটের জমি অবৈধ দখলদার মুক্ত করার বিষয় তিনি উপজেলা প্রশাসনকে জানিয়েছেন। তিনি বলেন, বাজারটি অবৈধ দখলদার মুক্ত হলে প্রচুর গরু উঠবে। এতে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। তাই তিনি দ্রুত গরু হাটের দখল হওয়া জমি পুনরুদ্ধার করার দাবি জানান। ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র ও মুক্তিযোদ্ধা কমান্ডর আবদুস ছাত্তার বলেন, বাজারের জমি দখল হয়ে যাওয়ায় সড়কে গরু নিয়ে উঠতে হয়। এতে সড়কে সৃষ্টি হয় যানজটের। প্রশাসন পদক্ষেপ নিয়ে দ্রুত বাজারের জমি উদ্ধার করার দাবি জানান তিনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার বলেন, হাটের জমি পরিমাপ করে দেখা হবে। যদি অবৈধ দখল হয়ে থাকে তবে তা উচ্ছেদ করে দখলমুক্ত করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।