Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালকের স্বর্ণ পদক লাভ

| প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কক্সবাজার অফিস : স্বীয় কর্ম প্রচেষ্টায় শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবার মাধ্যমে অগণিত মানুষের কল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আলহাজ এমএম সিরাজুল ইসলাম স্বর্ণ পদক লাভ করেছেন। বায়তুশ শরফ আন্জুমনে ইত্তেহাদ এর চট্টগ্রামের প্রাণপুরুষ পীর সাহেব বায়তুশ শরফ আল্লামা কুতুব উদ্দিন (মুঃ জিঃ) এর হাত থেকে তিনি স্বর্ণ পদক গ্রহণ করেন। কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স এর মহাপরিচালক আলহাজ এমএম সিরাজুল ইসলামসহ চার গুণী জনকে ‘বায়তুশ শরফ স্বর্ণপদক’ প্রদান করেছে বায়তুশ শরফ আন্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ। ২০১৬ সালে ‘বায়তুশ শরফ স্বর্ণপদক’ পাওয়া আরো তিন গুণী ব্যক্তিরা হলেন- ‘দ্বীনি শিক্ষার প্রচার-প্রসার, ইলমে হাদীস চর্চা ও শিক্ষা প্রদান এবং গবেষণার মাধ্যমে স্বীয় ইসলামের সৌন্দর্য প্রস্ফুটিত করার ক্ষেত্রে অনন্য অবদান’র স্বীকৃতি স্বরূপ- চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান, ‘দায়িত্বশীল, সৎ কর্মকুশলী কর্মকর্তা হিসেবে প্রশাসনিক ক্ষেত্রে শৃংখলা বিধান করে দেশ ও জাতির উন্নতির ক্ষেত্রে অনন্য অবদান’র স্বীকৃতিস্বরূপ- অবসরপ্রাপ্ত সচিব আ.ফ.ম সুলায়মান চৌধুরী এবং ‘চিকিৎসা সেবার মাধ্যমে দুস্থ মানবতার কল্যাণে বিশেষ অবদান’র স্বীকৃতিস্বরূপ- চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালের সহকারী অধ্যাপক (ইএনটি) ডা. মোহাম্মদ জামাল হোসেন। ৪ দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদ্যাপনের ৩য় দিন গত ১২ ডিসেম্বর বাদে মাগরিব বায়তুশ শরফ কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তাদের সংবর্ধিত করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি আলহাজ মীর মোহাম্মদ আনোয়ার আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন মাসিক দ্বীন দুনিয়ার সম্পাদক আলহাজ মুহাম্মদ জাফর উল্লাহ ও মুহাম্মদ মাহবুুবর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ