প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
২০০২ সালের শুরু থেকেই আমরা হারিয়েছি বিনোদন জগতের একাধিক তারকাকে বছরের শুরুতেই প্রয়াত হয়েছেন কিংবদন্তী সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরকে। চলে গিয়েছেন সঙ্গীত শিল্পী কেকে, বাপি লাহিড়ী, সন্ধ্যা মুখোপাধ্যায়ের মত প্রবাদপ্রতিম শিল্পীরা। শুধুমাত্র কলকাতা বা মুম্বাইয়ের বিনোদন জগতই নয়। হলিউডেও এই বছর আমরা হারিয়েছি একাধিক শিল্পীকে। সেপ্টেম্বর মাসে প্রয়াত হয়েছেন ফরাসি-সুইস পরিচালক জঁ লুক গঁদার। কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন হারি পটার খ্যাত স্কটিশ অভিনেতা রবি কোলট্র্যান। সেই রেশ কাটতে না কাটতেই ফের হলিউডে শোকের ছায়া। প্রয়াত হলেন হ্যারি পটার ছবিতে সটিং হ্যাটের কণ্ঠশিল্পী জনপ্রিয় অভিনেতা লেসলি ফিলিপস। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। সোমবার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবাদপ্রতিম এই অভিনেতা। লেসলি ফিলিপসের ম্যানেজার জোনাথন লয়েড, মঙ্গলবার সংবাদমাধ্যমকে এই খবর জানান। তাঁর মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। ১৯৩০ এর দশকে অভিনয় জগতে পা রাখেন খ্যাতনামা এই অভিনেতা। এরপর ১৯৫৭ সালে তিনি জিন কেলি মিউজিক্যাল ‘লেস গার্লসে’ অভিনয় করে সকলের নজরে পড়েন। ১৯৫৯ এবং ১৯৬০ সালে ‘ক্যারি অন নার্স’, ‘ক্যারি অন টিচার’ এবং ‘ক্যারি অন কনস্টেবলে’ অভিনয় করেন লেসলি ফিলিপস। পরবর্তী কালে ইংরেজি সিনেমায় উচ্চমানের কমিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন এই সময়ে তিনি ‘ডিং ডং’, ‘ওয়েল, হ্যালো’ এবং ‘আমি বলি’সহ একাধিক ছবিতে অভিনয় করেন। ক্যারিয়ারের বেশিরভাগ সিনেমায় কমেডি চরিত্রে অভিনয় করলেও পরবর্তী কালে ২০০৬ সালে ফিল্ম ‘ভেনাসে’ পিটার ও’টুলের বিপরীতে অভিনয় করে সকলের মন জয় করে নেন। ভেনাস ছবিতে অভিনয় করেই করেন লেসলি ফিলিপস সেরা সহকারী অভিনেতা হিসেবে বিএএফটিএ (বাফটা) অ্যাওয়ার্ড জয় করেন। পরবর্তী কালে ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজিতে সটিং হ্যাটে কণ্ঠশিল্পী হিসেবে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।