রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পঞ্চগড়ে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী চারটি পরিবারের সদস্যরা। তারা বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সামের ডাঙ্গা গ্রামের বাসিন্দা। গত রোববার দুপুরে পঞ্চগড় জেলা রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন হোসেন আলী ফকির।
তিনি দাবি করেন, বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে ৩৫ শতক জমি নিয়ে জলিল, তাহের আলী, চান্দু, লিয়াকত, নাজিমুল সাথে আমার মামলা চলছে। গত ১৭ অক্টোবর ওই জমিতে ফজলুল, চান্দু, লিয়াকত, লতিফসহ ১০১ জন আসামি আমার ভোগ দখলীয় জমিতে জোর পূর্বক গাছ লাগার সময় আমরা তাদের বাধা দিতে গেলে তারা একজোট হয়ে লাঠি সোটা, রামদা ও দেশি অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালার চেষ্টা করলে, আমরা পালিয়ে রক্ষা পাই।
এরপর ওই দিন বিকেলে তারা আমাদের ৪টি পরিবারের বাড়ি ভাঙচুর করে। এসময় আমরা তাদের হাত থেকে বাঁচার জন্য পরিবার নিয়ে পালিয়ে যাই। বাড়িতে থাকা গরু-ছাগল, ধানসহ বাড়ির সকল মালামাল তারা নিয়ে যায়। তাদের বিরুদ্ধে গত ১০ নভেম্বর আদালতে মামলা করলে আসামিরা আবারও ক্ষিপ্ত হয়ে উঠে এবং মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে বলে বাড়িতে আসলে আমাদের মেরে ফেলা হবে।
তাদের ভয়ে আমরা বাড়িতে ঢুকতে পারছিনা। তিনি সংবাদ সম্মেলনে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান। এ বিষয়ে প্রতিপক্ষ চান্দু (দুলু) মুঠোফোনে ভাঙচুর, লুটপাটের বিষয়টি অস্বীকার করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।