Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে ইউসুফ হত্যার প্রতিবাদে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২২, ৬:৩৫ পিএম

কক্সবাজার শহরের কলাতলীর চন্দ্রিমা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে মোহাম্মদ ইউসুফ নামের এক ফটোগ্রাফার যুবক খুন হয়েছে। নিহত যুবক ঝরঝরী পাড়া এলাকার মৃত আবদুল জব্বারের ছেলে।

রোববার(১৩ ডিসেম্বর) বিকেলে সমুদ্র সৈকত থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ইউসুফের মৃত্যু ঘটেছে বলে জানা গেছে।

ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার করে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

এরপর চন্দ্রিমা এলাকার স্থানীয় জনগণ খুনের ঘটনার মূল হোতা মো. সোহেলকে ধৃত করে পুলিশের হাতে সোপর্দ করে। এসময় খুনির আত্মীয়স্বজনরা সোহেলকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশের সাথে তাদের ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে পুলিশসহ ৫ জন আহত হয়।

নিহতের পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে রোববার বিকেলে সমুদ্র সৈকত থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী মো. সোহেলের নেতৃত্বে হারুন ও মিজানসহ ৩ জন মিলে ইউসুফকে ছুরিকাঘাত করে হত্যা করে।

এই টনার প্রতিবাদে সোমবার দুপুরে ইউসুফের এলাকার শত শত নারী পুরুষ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে, একজনকে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ