Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় স্বতন্ত্র শিক্ষাক্রম,পাঠ্যপুস্তক প্রণয়নসহ ১৩দফা দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২২, ৬:২২ পিএম

নওগাঁয় বাংলাদেশ জমিয়াতুল মোদর্রেছীন আহুতদের উদ্যগে নওগাঁর মুক্তির মোড়ে সকাল ১১ ঘটিকায় স্বতন্ত্র শিক্ষাক্রম,পাঠ্যপুস্তক প্রনয়নসহ ১৩দফা দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব ও বক্তব্য প্রদান শেষে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জমিয়াতুল মোদর্রেছীন এর নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ আব্দুস ছাত্তার।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামি আরবি বিশ^বিদ্যালয়,কওমি মাদ্রাসার ¯œাতকোত্তর (মাস্টার্স) সনদের মান প্রদান,জনবল কাঠামো অনুমোদন,মাদ্রাসার ভৌত অবকাঠামো উন্নয়ন,মাদ্রাসার অধিদপ্তর প্রতিষ্ঠা,৫৬০টি মডেল মসজিদ,প্রবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম)-কে জাতীয় দিবস ঘোষণাসহ বহুমুখি পদক্ষেপ ইসলামি শিক্ষার ইতিহাসে সোনালী হরফে লেখা থাকবে।যুগের চাহিদা পূরণে রুপকল্প ৪১,চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থার শিক্ষাক্রম,পাঠ্যপুস্তক পরিমার্জন,উন্নয়ন কিংবা যুগোপযোগী করা নিয়ে কারও দ্বিমত নেই।শতকরা ৯১% মুসলমান যে দেশে বসবাস করে সে দেশে কুরআন-সুন্নাহ ও মুসলিম ঐতিহ্য,কৃষ্টি,দীর্ঘদিন লালিত সংস্কৃতির সাথে সাথে বর্তমান চাহিদাকে সমন্বয় করে দেশবরেণ্য আলেম ওলামাদের অংশগ্রহনে একটি যোগপযোগী শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক তৈরি হবে এটাই ছিল আমাদের প্রত্যাশা।

উন্নয়ন ও সংস্কার নিয়ে ব্যাপক পর্যালোচনা হয়।আলেম ওলামাগণ বারবার একই দাবী করেন যে,মুসলিম জনগোষ্ঠির ইমান-আকীদা,শিক্ষা সংস্কৃতি সমুন্নত রেখে আধুনিক বিষয়সমূহ অন্তর্ভুক্তি ও মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ঠ্য উপযোগী পরিমার্জন সাপেক্ষে এবং সমন্বয়ের মাধ্যমে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক উন্নয়ন ও সংস্কার করতে হবে।এসব পাঠ্যপুস্তকে সন্নিবেশিত অধিকাংশ ছবি,চিত্র,শব্দ,বাক্য,তথ্য ও উপাত্ত ধর্মপ্রান মুসলমানদের মর্মাহত এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ শিক্ষা নিয়ে সংকিত করে তুলবে।

উক্ত মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোওঃ রায়হান উদ্দিন সহ-সভাপতি চন্ডিপুর দাখিল মাদ্রাসা,মোওঃ আইয়ুব আলী সহ-সভাপতি চন্ডিপুর দাখিল মাদ্রাসা,মোওঃ মোঃ লুৎফর রহমান সহ-সভাপতি বদলগাছী থানা শাখা ও অধ্যক্ষ হায়িরা তেতুলিয়া মাদ্রাসা,মোওঃ নূরুল হুদা সহ-সভাপতি সাপাহার উপজেলা ও অধ্যক্ষ জবই সুফিয়া কওমি মাদ্রাসা,মোঃ ওয়ারেছ আলী সম্পাদক,পি এম আদম আলী সহ-সভাপতি সকল উপজেলার মাদ্রাসা সভাপতি নওগাঁ জেলা শাখা প্রমুখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ