বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুকুল হোসেন (৬২) নামের এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে তিনি মারা যান। তিনি নাটোরের হরিরামপুর এলাকার বাসিন্দা।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মুকুল করোনায় আক্রান্ত হয়ে ১৭ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। করোনার পাশাপাশি অন্য শারীরিক সমস্যার কারণে তিনি মারা গেছেন।
তিনি জানান, গত রোববার রাজশাহীতে ১৫টি নমুনার পরীক্ষা করা হয়েছে। এতে কারও দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়নি। এখন হাসপাতালের করোনা ইউনিটে ৮ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে পাঁচজন করোনায় আক্রান্ত। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন কোনো করোনা রোগী ভর্তি হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।