Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কলাপাড়া পায়রা বন্দর কানেক্টিং রোড প্রজেক্টের কাজে বাঁধা প্রদান, হুমকির অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২২, ১০:৩৭ পিএম

কলাপাড়ায় পায়রা বন্দর কানেক্টিং রোড প্রজেক্টের কাজে বাঁধা প্রদান, ঠিকাদারি প্রতিষ্ঠানের এক্সলেটর অপারেটরকে হুমকি প্রদানের ঘটনায় মো: পনির মোল্লা (৪৫) সহ অজ্ঞাত ৫/৭ জনের নামে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লি:’র পায়রা বন্দর কানেক্টিং রোড প্রজেক্টের কাজ বাস্তবায়নে নিয়োজিত ভাই ভাই এন্টার প্রাইজের ম্যানেজার শিবু চন্দ্র দে এ অভিযোগ দায়ের করেন।

সূত্র জানায়, দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রার কানেক্টিং রোড প্রজেক্টের কাজ বাস্তবায়নে নিয়োজিত ভাই ভাই এন্টার প্রাইজের এক্সলেটর অপারেটর শাহিনকে স্থানীয় পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ কর্মকর্তা পনির সহ অজ্ঞাত ৫/৭ জন সিলেকশন বালু আনলোডের কাজে বাঁধা প্রদান করে ও অকথ্য ভাষায় গালি গালাজ করে। এবং হুমকি দিয়ে বলে যে, বন্দরে কাজ করতে হলে আমাদের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। অন্যথায় কাজ করা যাবেনা।

এ অভিযোগ অস্বীকার করে পনির মোল্লা বলেন, তিনি এ ঘটনার সাথে জড়িত নন। তাকে থানায় ডাকা হয়েছিল। সেখানেও তিনি এ কথা বলেছেন।

কলাপাড়া থানার ওসি মো: জসিম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আমি নিজে তদন্ত করছি। তদন্তে অভিযোগের সত্যতা পেলে আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ