রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট মরা পদ্মা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ। গতকাল রোববার সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পশ্চিম পাশে দৌলতদিয়া ক্যানালঘাট মরা পদ্মা নদী থেকে ভাসমান অবস্থাতে অজ্ঞাত এক লাশ উদ্ধার করছে নৌ-পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে আমরা নদীর ধারে গোসল করতে গিয়ে দেখতে পাই এক ব্যক্তির লাশ নদীতে ভাসছে। তার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছে। প্রায় ৩৫-৩৭ বয়সের লোকটির চেহারা বিকট হয়ে গেছে, চেনার উপায় নেই। গন্ধ ছড়াচ্ছে। তাকে এলাকাবাসী চিনতে পারেনি। তাদের ধারনা বাইর থেকে মেরে এখানে এনে ফেলে রেখে গেছে কেউ।
দৌলতদিয়া ঘাট নৌ-ফাঁড়ি ইনচার্জ সিরাজুল কবির বলেন, আমরা খরব পেয়ে দ্রুত ঘটনা স্থানে গিয়ে মরা পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে রাজবাড়ী মর্গে পাঠিয়েছি। তার বুকের দু’পাশে পোড়ার দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই তিনদিন আগে অন্য কোন জায়গা থেকে তাকে মেরে এখানে ফেলে রেখে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।