রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাপ্তাই স্কুল হতে জাকির হোসেন ‘স’ মিল সড়কটির বেহাল অবস্থা। দুর্ভোগে এলাকাবাসী। রাঙামাটি কাপ্তাই ৪নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাপ্তাই স্কুল হতে জাকির হোসেন স-মিল ব্রিক সলিং সড়কটি সংস্কার হয়নি। সংস্কারের অভাবে সড়কটির ইট, পাথর ওঠে গিয়ে বেহাল ও গর্ত সৃষ্টি হয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন, স্কুল, কলেজ, মাদরাসা শিক্ষার্থীসহ হাজারও লোকজন যাতায়াত করছ। গত কয়েক বছর ধরে সংস্কার না হওয়ায় ভাঙা ও গর্ত সৃষ্টির ফলে যাতায়াতে হরহামেশা জনদুর্ভোগে ভুগছে পাহাড়ি এলাকাবাসী।
এলাকার নিজাম উদ্দিন, স্কুল শিক্ষার্থী সৌরভ, আয়শা জানান- এ পথে আমাদের চলাচলে সমস্যা হচ্ছে। জরুরিভাবে এ সড়কটি সলিং করার দাবি জানান। এ বিষয়ে ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মুজিবুর রহমান জানান, এ সড়কটি সংস্কারের বিষয়ে বাজেট বা প্রকল্প দেয়া হয়েছে। বাজেট আসলে এটি সংস্কার করা হবে বলে মন্তব্য করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।