Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিথিলা-সৃজিতের মধ্যে কি বিচ্ছেদের সুর বেজে উঠল?

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

২০১৯ সালে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সাথে বিয়ে হয় বাংলাদেশের মডেল-অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলা। তারপর থেকে মেয়ে আইরাকে নিয়ে ভারত ও বাংলাদেশ, দুই দেশেই থাকেন। স¤প্রতি মেয়েকে নিয়ে ব্যাংককে ঘুরছেন মিথিলা। সোশ্যাল মিডিয়ায় শুক্রবারই মেয়ে আইরার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ব্যাংককে তারা ভালো সময় কাটাচ্ছেন। মাঝে মাঝে মেয়েকে নিয়ে অন্যদেশেও ঘুরতে যান মিথিলা। তবে বেশিরভাগ ক্ষেত্রে সৃজিতকে দেখা যায় না। সম্প্রতি ফেসবুকে সৃজিত ও মিথিলার আলাদা দুটি পোস্টকে ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। এসব পোস্ট থেকে অনেকের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি তাদের মধ্যে বিচ্ছেদের সুর বেজে উঠেছে? সৃজিত তার পোস্টে জোন বায়েজের লেখা ‘ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা’ গানের লাইন উদ্ধৃত করে লিখেছেন, এখানে রাগের দরকার নেই, এখানে দোষারোপের প্রয়োজন নেই। এখানে কিছু প্রমাণ করার নেই। সব কিছু একই রয়েছে, সৈকতে শুধুমাত্র একটা গাছ দাঁড়িয়ে রয়েছে...একা। বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে। হঠাৎ এই বিচ্ছেদের গান নিয়ে ভক্তদের মনে প্রশ্ন, কাকে বিদায় জানাচ্ছেন তিনি? অন্যদিকে প্রায় একই সময়ে নিজের কিছু ছবি পোস্ট করে মিথিলা লিখেন, কীভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি? কীভাবে জানো সেই প্রেম ন্যায্য? সেই প্রেম আর নেই, এটা জানার আগে সেই উত্তর খুঁজতে কতদূর তুমি যেতে পারো? প্রায় একই সময়ে এই দুই বিচ্ছেদের পোস্টের কারণে অনেকে মনে করছেন, তাদের মধ্যে কোনো না কোনো সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যা কি শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়াবে?

 



 

Show all comments
  • Md Fokhrul Islam ১৪ নভেম্বর, ২০২২, ৮:২১ এএম says : 0
    ফিরে আসুন আল্লাহ দিকে এখনো সময় আছে।জীবন চলে গেলে আর সুযোগ পাবেন না।।
    Total Reply(0) Reply
  • Jahirul Islam Roman ১৪ নভেম্বর, ২০২২, ৮:২১ এএম says : 0
    সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না।
    Total Reply(0) Reply
  • Bashar Shamoul ১৪ নভেম্বর, ২০২২, ৮:২২ এএম says : 0
    আমি তো আগেই বলেছিলাম কিন্তু মিথিলা আমার কথা শুনে নি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ