Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্কার ওয়াইল্ডের স্ত্রীর ভূমিকায় এমিলিয়া ক্লার্ক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

সোফি হাইডের পরিচালনায় ‘অ্যান আইডিয়াল ওয়াইফ’ নামের একটি জীবনী চলচ্চিত্র আইরিশ লেখক অস্কার ওয়াইল্ডের স্ত্রী কনস্ট্যান্স লয়েডের ভূমিকায় অভিনয় করবেন এমিলিয়া ক্লার্ক। ডেডলাইন জানিয়েছে, লেখিকা ও সমাজকর্মী লয়েডের সঙ্গে অস্কার ওয়াইল্ডের দাম্পত্য জীনই ফিল্মটির গল্প, বিশেষ করে ওয়াইল্ড একজন সমকামী জানার পর লয়েডের জীবনকে নতুন করে আবিষ্কার করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে ফিল্মটিতে। লয়েড ১৮৯৮ সালে ইতালির জেনোয়াতে ৪০ বছর বয়সে মারা যান, সেসময় তার সঙ্গে ছিল তার দুই ছেলে। ১৮৯৫ সালে সমকামিতা আইনে ওয়াইল্ডের গ্রেফতার হবার পর তারা কেলেঙ্কারি এড়াবার জন্য লন্ডন ত্যাগ করেন এবং পদবী বদলে ফেলেন হল্যান্ডে। লয়েড কর্মজীবনে দুটি শিশুদের বই লেখেন এবং দৈনিক ও সাময়িকীতে লেখা লেখি করেন। ভ্যারাইটি জানিয়েছে ‘অ্যান আইডিয়াল ওয়াইফ’ প্রযোজনা করছে প্যারিসভিত্তিক ককিউরিওসা ফিল্মসের অলিভিয়ে দেলবোস, জেফায়ার ফিল্মসের ক্রিস কার্লিং এবং হুইলহাউস প্রডাকশন্সের ম্যাথিউ গেøডহিল। ক্লার্ককে ২০১৯-এ দেখা গেছে পল ফাইগ পরিচালিত ‘লাস্ট ক্রিসমাস’ কমেডিতে। এছাড়া আগামীতে তাকে ‘ম্যাকার্থি’ ফিল্মে দেখা যাবে মাইকেল শ্যাননের বিপরীতে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ