Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিন্দুত্ববাদীদের আপত্তির পরেই বাতিল বীর দাসের কমেডি শো

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

এবার হিন্দুত্ববাদীদের আপত্তির মুখে বাতিল হলো স্ট্যান্ডআপ কমেডিয়ান বীর দাসের বেঙ্গালুরুর শো। গত সোমবার হিন্দুত্ববাদী সংগঠন 'হিন্দু জনজাগৃতি সমিতি' বীরের শোয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। তাদের দাবি ছিল, বীর দাসের শো হিন্দু ভাবাবেগকে আঘাত করে এবং ভারতকে খারাপ ভাবে তুলে ধরে। এর পরই মালেশ্বরমের চৌদিহা মেমোরিয়াল হলে বৃহস্পতিবারের শো বাতিলের কথা ইনস্টাগ্রাম পোস্টে ঘোষণা করেন কমেডিয়ান নিজেই। লেখেন, ‘বিশেষ কিছু পরিস্থিতির জন্য আমরা বেঙ্গালুরুর শো পিছাতে বাধ্য হচ্ছি। শীঘ্রই নতুন তারিখ এবং শোয়ের জায়গা জানানো হবে।’ ছবি তোলার সময় একবারও নড়বে না ক্যামেরা! গত বছর আমেরিকায় শো করতে গিয়ে 'দুই ভারত'-এর কথা তুলে ধরেছিলেন বীর। বলেছিলেন ভারতে দিনের বেলা মহিলাদের পুজা করা হয়, আর রাতের বেলা ধর্ষণ! দিল্লি গণধর্ষণ থেকে কৃষক বিক্ষোভ, ভারতের দূষণের মতো অনেক বিষয় উঠে এসেছিল বীরের কমেডিতে। সে কথা মনে করিয়েই অভিযোগ দায়ের করেছিল হিন্দুত্ববাদী সংগঠনটি। তাদের অভিযোগ, 'এর আগে ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টারে মহিলাদের সম্পর্কে অনেক আপত্তিকর মন্তব্য করেছেন এই কমেডিয়ান, ভারতের প্রধানমন্ত্রীকে অপমান করেছেন, দেশকে ছোট করেছেন। এ ধরনের বিতর্কিত ব্যক্তিকে বেঙ্গালুরুর মতো সা¤প্রদায়িক ভাবে স্পর্শকাতর জায়গায় শো করতে দেওয়া উচিত নয়।' হিন্দুত্ববাদীদের দাবি, কর্ণাটক এমনিতেই আইন-শৃঙ্খলতাজনিত সমস্যায় ভুগছে। এই ধরনের শো আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে, তাই অবিলম্বে শো বাতিল করা হোক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ