Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে মানববন্ধন কর্মসূচী বাস্তবায়নে জমিয়াতুল মোদার্রেছীনের একাধিক প্রস্তুতি সভা

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২২, ৬:৩৭ পিএম

২০২৩ সালে মাদ্রাসায় পাঠের অনুপযোগী পাঠ্যবই পরিবর্তন করে মাদ্রাসায় পাঠদানের উপযোগী বই প্রদানের দাবীতে আগামী ১৪ নভেম্বর মানব বন্ধন কর্মসূচীর ডাক দিয়েছে মাদ্রাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। এ কর্মসূচী বাস্তবায়নের জন্য প্রস্তুতি সভা করেছে শেরপুর সদর, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলা জমিয়াতুল মোদার্রছীন।

গতকাল রাতে শেরপুর এসআর মসজিদে শেরপুর সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি মাও: আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: মেরাজ উদ্দিন।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সহসভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মাও: মো: ফজলুর রহমান, অধ্যক্ষ মাও: নবী হোসেন, অধ্যক্ষ মাও সুরুজ্জামান, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও শরাফত আলী, জেলা শাখার কোষাধ্যক্ষ মাও: আইন উদ্দিন, অধ্যক্ষ মাও: ছামিউল হক, মাও আমিনুল ইসলাম, মাও: আলী আকবর, মাও: আব্দুল আজিজ, মাও:ওয়ালি উল্লাহ, মাও: আব্দুল হালিম, মাও: আমজাদ হোসেন, মাও: আশরাফ হুসেন, আতিকুর রহমান প্রমুখ।

অপরদিকে নালিতবাড়াী তারাগঞ্জ ফাজিল মাদ্রাসা মিলনায়তনে নালিতবাড়ী উপজেলা জমিয়াতুল মোদার্রছীন ও শ্রীবরদী কামিল মাদ্রাসা মিলনায়তনে শ্রীবরদী উপজেলা জমিয়াতুল মোদার্রছীন পৃথক প্রস্তুতি সভা করে।

সভায় মাদ্রাসায় পাঠ উপযোগী বই প্রদানসহ ১৩ দফা দাবী আদায়ের জন্য ঐক্যমত পোষন করা হয় এবং আগামী ১৪ নভেম্বরের মানব বন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানটি সফল করতে সকল শিক্ষক-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ