Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২ হলেন নূর খান নোলক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২-এর বিজয়ী হয়েছেন নূর খান নোলক। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় আট হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। গত ১১ নভেম্বর প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৮ হাজার প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছিলেন। সেখান থেকে বাছাই করে পাঁচ শতাধিক প্রতিযোগীকে অংশগ্রহণের জন্য নির্বাচন করা হয়। অডিশন রাউন্ডে ১০০ জনকে নির্বাচিত করা হয়। চূড়ান্ত প্রতিযোগীতার জন্য ৩ দিনের গ্রুমিং ও মোটিভেশনাল সেশন হয়। এই সেশনে ১০০ জন থেকে ৫০ জনকে নির্বাচিত করা হয়। এরপর আরও একবার গ্রুমিং সেশন শেষে ২০ জন প্রতিযোগীকে নির্বাচন করা হয় ১১ ফাইনাল রাউন্ডের জন্য। প্রতিযোগিতায় মিসেস ট্যুরিজম হয়েছেন উল্ফা আকতার। মিসেস এশিয়া হয়েছেন খাদিজা আকতার রাহা। মিসেস আর্থ হয়েছেন ইসপিতা শবনম স্বর্ণা। প্রতিযোগিতায় অডিশনের বিচারকমণ্ডলীর দ্বায়িত্ব পালন করেন আবৃত্তিকার শিমুল মোস্তফা, মডেল ও অভিনেতা মনির খান শিমুল, মডেল ও অভিনয় শিল্পী আসমা পাঠান রু¤পা, মডেল ও অভিনয় শিল্পী অন্তু করিম। আয়োজকরা জানান, বিবাহিত নারীদের প্রতিভা ও মেধার বিকাশ ঘটাতে একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে মিসেস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতা। এর মাধ্যমে প্রতিযোগীরা নিজ দেশে নিজেদের প্রতিভা মেলে ধরতে পারছে। পাশাপাশি আর্ন্তজাতিক অঙ্গনে নিজের দেশের প্রতিনিধিত্ব করতে ভূমিকা পালন করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ