Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফজাল হোসেনের ফেসবুক আইডি হ্যাকড

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

অভিনেতা আফজাল হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। প্রায় আড়াই মাস আগে অ্যাকাউন্টটি হ্যাক হলেও এখনও তা উদ্ধার করতে পারেননি। এজন্য তিনি তার ভক্তদের সতর্ক করেছেন। তিনি বলেন, আমি ফেসবুকে মোটামুটি অ্যাক্টিভ ছিলাম। কিন্তু প্রায় দেড় মাস হলো নিজে কোনো পোস্ট করতে পারছি না। আইডিটি নিজের আয়ত্তে আনতে পারিনি। ফেসবুক আইডিটি প্রায় দেড় মাস ধরে আমার কন্ট্রোলে নেই। কারা কখন আমার আইডিটি হ্যাক করেছে, আমার নিজেরও জানা নেই। বেশ কিছুদিন ধরে আমি ফেসবুকে লিখতে পারছি না। তখন বুঝতে পেরেছি, এটা আর আমার নিজের কন্ট্রোলে নেই। দয়া করে কেউ ভুল বুঝবেন না। তিনি বলেন, আপাতত আমার ফেসবুক আইডির সঙ্গে কেউ কোনো ধরনের যোগাযোগ রাখবেন না। কারণ, যারা হ্যাক করেছে; তারা নিশ্চয়ই অসৎ উদ্দেশ্য নিয়ে করেছে। সে রকম কোনো মেসেজ কারও কাছে গেলে, সেটাও কোনো উত্তর না দেওয়ার জন্য অনুরোধ করছি। আইডি ফেরত পেলে আমিই সবাইকে জানাব।



 

Show all comments
  • Md Rakib ২৫ নভেম্বর, ২০২২, ১১:০৯ পিএম says : 0
    My account has been hacked and threatened
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ