Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চান জায়েদ খান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

এবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চান চিত্রনায়ক জায়েদ খান। গত শুক্রবার বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের এসএসসি ৯২ ব্যাচের মিলনমেলা ও নবান্ন উৎসবে যোগ দিতে গিয়ে তিনি তার এই ইচ্ছার কথা জানান। জায়েদ বলেন, আমি রাজনীতির সঙ্গে যুক্ত। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় থেকেই রাজনীতি করছি। যদি মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন, জায়েদ খানকে এখন দলের জন্য প্রয়োজন, তাহলে সংসদ নির্বাচন করার জন্য আমি প্রস্তুত। উল্লেখ্য, জায়েদ খান শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হলেও তার প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তারের মামলার কারণে বিষয়টি এখন আদালতে ফয়সালার অপেক্ষায় রয়েছে। এখন তিনি তার নিজের এলাকা পিরোজপুরে বেশি সময় দিচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ