প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
রায়হান রাফি পরিচালিত ‘দামাল’ সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় সিনেমাটি আগামী ১৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের ১৫টি শহরে মুক্তি দেয়া হবে। এরপর ২ ডিসেম্বর রিগ্যাল, হারকিনস, সিনেমার্কের ৫০টি থিয়েটারে মুক্তি দেয়া হবে। এরই মধ্যে অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে। বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ বলেন, আমরা নিউইয়র্ক থেকে দামাল মুক্তি দিচ্ছি। এরপর ২ ডিসেম্বর থেকে ৫০টি সিনেমাহলে সিনেমাটি চলবে। রাফির পরান সিনেমাটি যুক্তরাষ্ট্রে চলাকালীন আমরা দামালের প্রচারণা চালিয়েছি। দর্শকরা সিনেমাটি দেখার জন্য মুখিয়ে রয়েছেন। আশা করছি, সিনেমাটি যুক্তরাষ্ট্রে আলোড়ন সৃষ্টি করবে। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বাংলাদেশ মুক্তি পেয়েছে দামাল। সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, শাহনাজ সুমি, সুমিত, রাশেদ অপু, ইন্তেখাব দিনার, পূজা, সামিয়া অথৈ প্রমুখ। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।