প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গথিক সুপারন্যাচারাল হরর ফিল্ম ‘দ্য নান’-এর (২০১৮) সিকুয়েলে সিস্টার আইরিনের ভূমিকায় ফিরছেন টাইসা ফারমিগা। সিকুয়েলে স্টর্ম রাইড অভিনয় করবেন এটি আগেই ঘোষণা করা হয়েছিল আর এই যোগ দিলেন টাইসা। জানা গেছে ‘কনজ্যুরিং : দ্য ডেভিল মেড মি ডু ইট’ (২০২১) পরিচালক মাইকেল চেভস ‘দ্য নান টু’ পরিচালনা করবেন। ‘দ্য নান’ ফিল্মটি ছিল বস্তুত ‘দ্য কনজ্যুরিং’-এর প্রিকুয়েল স্পিন-অফ; ফিল্মটিতে শয়তান সাধক নানের ভূমিকায় ছিলেন বনি অ্যারন্স। ১৯৫২ সালের এক খ্রিস্টীয় ধর্মশালার পটভূমিতে এক ধর্মযাজক (ডেমিয়েন বিশির) আর তরুণী নানের গল্প যারা আরেক ধর্মযাজিকার ওপর ভর করা মন্দ আত্মাকে ছাড়াবার উদ্যোগ নেয়। ‘দ্য নান টু’র পটভূমিও ১৯৫০-এর দশক। এই কাহিনী সেই নানেরও যে ফিরে আসে আরও শক্তি নিয়ে। ‘দ্য নান টু’র চিত্রনাট্য-কাহিনী অ্যাকেলা কুপারেন। জেমস ওয়ান এবং পিটার স্যাফরান যথাক্রমে তাদের অ্যাটমিক মনস্টার এবং দ্য স্যাফরান কোম্পানির হয়ে ফিল্মটি প্রযোজনা করবেন। ওয়ান-স্যাফরান হাত মিলিয়ে কনজ্যুরিং ইউনিভার্সের আটটি ফিল্ম প্রযোজনা করেছেন। ‘দ্য নান টু’ মুক্তি পাবে ৮ সেপ্টেম্বর, ২০২৩।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।