Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৩ দফা দাবি আদায়ের কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি সভা

রাজাপুরে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মাধ্যমে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৪ নভেম্বর আহুত মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি বাস্তবায়নে রাজাপুর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় রাজাপুর ফাজিল মাদরাসা হল রুমে রাজাপুর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও পূর্ব পুটিয়াখালী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মুস্তাকিম বিল্লাহ-এর সভাপতিত্বে সভায় মাদরাসার জন্য স্বতন্ত্র শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক প্রণয়নসহ মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ঘোষিত দেশব্যাপী ১৪ নভেম্বর মানববন্ধন এবং রাজাপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি ঝালকাঠি জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক ও ঝালকাঠি ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও কাঠালিয়া উপজেলা সভাপতি এবং ছিটকী নেছারিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহম্মদ ইদ্রিস মিয়া, সহ-সভাপতি ও কেওতা ঘিগড়া ফাজিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা মো. অলি উল্লাহ, সাধারণ সম্পাদক ও মঠবাড়ি মুহম্মদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আ. মন্নান, সহ-সাংগঠনিক সম্পাদক ও পুটিয়াখালী দারুল ইসলাম আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা ফজলে আলী খান, সহ-সাধারণ সম্পাদক ও সাতুরিয়া রহমাতিয়া দাখিল মাদরাসা সুপার মাওলানা মো. শহিদুল্লাহ প্রমুখ।
সভায় ১৪ নভেম্বর সকাল ১১ ঘটিকায় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে রাজাপুর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীন মানববন্ধন কর্মসূচি পালন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃবৃন্দ ও মাদরাসার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ