Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকীতে দুই দিনব্যাপী আয়োজন

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২২, ৭:৪৪ পিএম

'বিষাদ সিন্ধু'র রচিয়তা ও কালজয়ী ঔপন্যাসিক মীর মশাররফ হোসেনের ১৭৫তম জন্মবার্ষিকী ১৩ নভেম্বর। এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়াস্থ মীরের বাস্তুভিটায় ১৩ ও ১৪ নভেম্বর দুই দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মীরের বাস্তুভিটায় এবারও জেলা প্রশাসন আয়োজিত সাদামাটা অনুষ্ঠান হতে যাচ্ছে। জন্মবার্ষিকীর অনুষ্ঠান জাতীয় পর্যায়ে জাঁকজমকভাবে পালনে স্থানীয়দের দীর্ঘকালের দাবি উপেক্ষিত হচ্ছে বার বার।

আয়োজনে থাকছে আলোচনা সভা, সাহিত্যিক মীরের স্মৃতিচারণ, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ গ্রামীণ মেলা।

মীর মশাররফ হোসেন একাধারে ছিলেন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। কালজয়ী বিষাদ সিন্ধুসহ বহু উপন্যাস ও পুস্তকের রচিয়তা তিনি। কারবালার যুদ্ধের ঘটনাবলী সম্বলিত বিষাদ সিন্ধুই মীরের রচিত সাহিত্যকর্মের শ্রেষ্ঠাংশ।

কুষ্টিয়ার লাহিনীপাড়ায় এখন নেই তার ঘর-বাড়ির কোনো অস্তিত্ব। ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। মীর মশাররফ হোসেনের জন্মের পর তার ছেলেবেলা কেটেছে এই লাহিনীপাড়া গ্রামেই। তার পিতা মীর মোয়াজ্জেম হোসেন এলাকার জমিদার ছিলেন। ১৯১১ সালের সালের ১৯ ডিসেম্বর তিনি রাজবাড়ি জেলার কালিয়াকান্দী উপজেলার পদমদী গ্রামে ৬৪ বছর বয়সে মারা যান। মৃত্যুর পর স্ত্রী কুলসুম বিবির কবরের পাশে সেখানেই তাকে সমাহিত করা হয়।

লাহিনীপাড়ায় তার নামকরণে মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয় ও যাদুঘর স্থাপন করা হয়েছে। বই-পুস্তুকসহ মীরের ব্যবহৃত সবকিছু এই যাদুঘরে রয়েছে সংরক্ষিত।

উল্লেখ্য, ১৩ নভেম্বর বিকাল ৪টায় মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী মনজুর কাদির, পুলিশ সুপার খাইরুল আলম, উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা হাজী রফিকুল আলম টুকু, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও কবি আলম আরা জুঁই। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ