প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ব্যান্ডদল ভাইকিংস-এর প্রতিষ্ঠার ২৫ বছর উপলক্ষে নতুন গান প্রকাশ করেছে। গানের শিরোনাম ‘হয়তো’। ব্যান্ডের ইউটিউব চ্যানেল থেকে গানের ভিডিও প্রকাশ করা হয়েছে। দলটির সদস্যদের পরিকল্পনায় তৈরি হয়েছে গানের ভিডিও। গানের কথা ও সুর করেছেন মাহবুব চৌধুরী। ব্যান্ডের দলনেতা তন্ময় তানসেন বলেন, আমাদের ২৫ বছর উদযাপনটা বেশ বড় আয়োজনেই করতে চেয়েছিলাম। কিন্তু নানা জটিলতায় সেটা সম্ভব হয়নি। এই গানও আমরা উদযাপনের একটা অংশ হিসেবে ধরে নিচ্ছি। এই ধরনের গান আমাদের কম করা হয়। কী ধরনের গান সেটা শ্রোতারা শুনলে বুঝবে। উল্লেখ্য, ভাইকিংস গঠিত হয় ১৯৯৭ সালে। তবে মতবিরোধেরে কারণে ২০০৩ সালে দলটি নিষ্ক্রিয় হয়ে যায়। ১০ বছর পর ২০১৩ সালে তন্ময়ের ‘রানআউট’ সিনেমার মাধ্যমে গানে ফেরে ভাইকিংস। ভাইকিংস-এর লাইনআপ: তন্ময় তানসেন-ভোকাল, আজমাইন আদিল-গিটার, শিমুল আজহার-বেজ গিটার, ফারুক হোসাইন-গিটার, মাহবুব চৌধুরী-কিবোর্ড এবং মিতা সুশী-ড্রামস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।